বুধবার (০২ অক্টোবর) বিকেল ৪টার দিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার কচুয়া ইউনিয়নের মানিকগঞ্জ বাজারের পাশে গাছাবাড়ি গ্রামে ডাকাত মজনুর বাড়ির ঘরের মেঝেতে পুঁতে রাখা গুলিভর্তি রিভলবারটি উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার গাছাবাড়ি গ্রামের মৃত মোসলেমের ছেলে মজনু ও অনন্তুপুর গ্রামের মোকলেছের ছেলে মোহাব্বত আলী গাদু।
গাইবান্ধা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান বাংলানিউজকে জানান, মজনু ও গাদু চিহ্নিত ডাকাত। তারা পথচারী ও যানবাহন আটকিয়ে যাত্রীদের মাথায় রিভলবার ঠেকিয়ে সর্বস্ব লুট করে নিতেন। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ফাঁসিতলা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী মজনুর বাড়ি থেকে গুলি ভর্তি রিভলবার উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এনটি