বুধবার (২ অক্টোবর) সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটিতে অনুষ্ঠিত এশিয়া ইনফ্রাস্ট্রাকচার ফোরামে ‘স্ট্রেংদেনিং পাটনারশিপ টু ড্রাইভ এশিয়াস ইনফ্রাস্ট্রাকচার ভিশন’ শীর্ষক সভায় এসব কথা বলেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। আইন মন্ত্রণালয়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চলতি অর্থবছরের তথ্য তুলে মন্ত্রী জানান, বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ১৩ শতাংশে, মাথাপিছু আয় এক হাজার ৯০৯ মার্কিন ডলার ছুঁয়েছে। বর্তমানে সরকার ৩০০ বিলিয়ন টাকার পদ্মাসেতু, ২২ বিলিয়ন টাকার মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, কয়েক ডজন অর্থনৈতিক অঞ্চল এবং পায়রা সমুদ্রবন্দরসহ অনেক মেগা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে।
বাংলাদেশ ও পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতার কথা তুলে ধরে আনিসুল বলেন, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ সক্রিয় অবস্থানে থাকায় গত দশ বছরে বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা প্রচুর উৎসাহ পেয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশের সংগঠন বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ মাল্টি সেক্টরাল টেকনিক্যাল আ্যান্ড ইকোনমিক কো-অপারেশনে (বিমসটেক) বাংলাদেশ শীর্ষস্থানীয় ভূমিকা পালন করছে। যা বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল এবং ভুটানকে বহুপাক্ষিক সহযোগিতার জন্য একটি ফোরামে আবদ্ধ করেছে। এছাড়া বাংলাদেশ এমন বিভিন্ন উদ্যোগের মধ্যমণি, যা বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালকে আসিয়ান এবং পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোর সঙ্গে সংযুক্ত করতে চায়।
মন্ত্রী বলেন, বাংলাদেশ সাধারণ উন্নয়নের লক্ষমাত্রা অর্জনের জন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংযুক্ত হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে সড়ক, রেল ও সমুদ্রপথের মাধ্যমে বিভিন্ন উপ-আঞ্চলিক সংযোগ প্রকল্পে যুক্ত হয়েছে। এ সংযোগ প্রকল্পগুলো ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের আরও বাণিজ্য সুযোগ-সুবিধা তৈরি করছে। ভারত এখন বাংলাদেশের মধ্য দিয়ে সড়ক ও রেলপথে পণ্য পরিবহনে আগ্রহী, কারণ এতে তাদের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহন ব্যয় এবং সময় কমে যাবে।
আইনমন্ত্রী বলেন, ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য তার প্রাক-নির্বাচনী প্রতিশ্রুতি ‘ভিশন-২০২১’বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভিশন ২০২১ আঞ্চলিক যোগাযোগকে উন্নয়নের লক্ষমাত্রা অর্জনের মূল হাতিয়ার হিসাবে তুলে ধরেছে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এমআইএইচ/ওএইচ/