প্রেস কাউন্সিল আইন-১৯৭৪ অনুযায়ী সরকার প্রেস কাউন্সিলের মনোনীত সদস্যদের গেজেট নোটিফিকেশন প্রকাশ করেছে। বুধবার (২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কাউন্সিলে মনোনীত সদস্যরা হলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, যুগ্ম-মহাসচিব আবদুল মজিদ, নির্বাহী সদস্য নূরে জান্নাত আখতার সীমা, ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, বাংলাদেশ সংবাদ পরিষদের সদস্য ও দৈনিক প্রভাতের মালিক মোজাফফর হোসেন পল্টু, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, সংসদ সদস্য আবদুল মতিন খসরু ও মুহাম্মদ শফিকুর রহমান।
তথ্য মন্ত্রণালয়ের প্রকাশিত গেজেট নোটিফিকেশনে বলা হয়, প্রেস কাউন্সিল আইন ১৯৭৪-এর বিধান অনুযায়ী, কাউন্সিলে সদস্য হিসেবে মনোনীতদের কার্যকাল হবে দুই বছর।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এইচএ/