নিত্য গোপাল সোনারগাঁও ফায়ার স্টেশনের স্টেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (২ অক্টোবর) বিকেল ৪টার দিকে সোনারগাঁও এজি অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সোনারগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র ফায়ারম্যান আ জলিল জানান, বিকেলে সোনারগাঁও এজি অফিস থেকে বেতনের টাকা তুলে মোটরসাইকেলে করে অফিসে ফেরার পথে একটি সিএনজিচালিত অটোরিকশা তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন জানান, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সিএনজির ধাক্কায় প্রথমে তিনি আহত হন। পরে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এজেডএস/ওএইচ/