বুধবার (০২ অক্টোবর) দুপুরে জামালপুরের সরিষাবাড়ীতে অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার রেলস্টেশন চত্ত্বরের কাছে সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ঢাকা-জামালপুর রুটে যেসব আন্তঃনগর ট্রেন চলাচল করে সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
এসময় তিনি জামালপুর রোডে ডাবল লাইনের মাধ্যমে ঢাকা-ময়নসিংহ-জামালপুর জংশন-সরিষাবাড়ি-যমুনা সেতুপূর্ব হয়ে ঢাকা এবং ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে যমুনা সেতুপূর্ব-সরিষাবাড়ি–জামালপুর জংশন-ময়নসিংহ-ঢাকা রুটে দুটি আন্তঃনগর ট্রেন আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যেই চালু করার ঘোষণা দেন।
সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুনুর রশিদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এনটি