ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

আরডিএ’র সাবেক চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
আরডিএ’র সাবেক চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

ঢাকা: ৫০ দশমিক ৬৭ কাঠা জমি অবৈধভাবে বরাদ্দ দেওয়ার অভিযোগে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) সাবেক চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদারসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (০২ অক্টোবর) দুদকের রাজশাহীর সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন সহকারী পরিচালক মো. আল-আমিন। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলা নং-৪।

মামলার আসামিরা হলেন- রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, সাবেক এস্টেট অফিসার আবু বকর সিদ্দিক, হিসাবরক্ষক মো. রুস্তম আলী, উচ্চমান সহকারী মোস্তাক আহমেদ, অবৈধভাবে প্লট গ্রহীতা মো. এনামুল হক, আবু রায়হান শোয়েব আহমেদ সিদ্দিকী, ডা. এস. এম খোদেজা নাহার বেগম, ডা. মো. রবিউল ইসলাম স্বপন, মো. মাহফুজুল হক ও মো. খায়রুল আলম।

অভিযোগের বিবরণে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২০০৬ সালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আওতায় চন্দ্রিমা আবাসিক এলাকার ৮টি বাণিজ্যিক প্লট বরাদ্দের বিষয়ে নিয়ম বহির্ভূতভাবে বিজ্ঞপ্তি প্রকাশ না করে গোপনে সিদ্ধান্ত নেন। নিয়মনীতি অনুসরণ না করে কার্যবিবরণীতে উল্লেখ করে ও জালিয়াতির মাধ্যমে প্রাপ্ত ৮টি দরপত্রে উদ্ধৃত দর অনুমোদন করেন এবং দরদাতাদের অনুকূলে বরাদ্দপত্র পাঠানোর সিদ্ধান্ত নেন। এভাবে আরডিএ এর সর্বমোট ৫০.৬৭ কাঠা জমি অবৈধভাবে বরাদ্দ দেন সংশ্লিষ্টরা।

দুদকের অনুসন্ধানে বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯ 
এসএমএকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।