বুধবার (০২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ওই উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের সাদেকপুর গ্রামের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জুয়েল হোসেন ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে ও বেণীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এরপর ঘটনাটি জানাজানি হলে পরিবারের সদস্যরা জুয়েলের পরিচয় শনাক্ত করে।
জুয়েলের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্ধ্যায় তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এনটি