ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

প্রেমিকের হাতে প্রেমিকার বাবা খুন, ছাত্রলীগ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
প্রেমিকের হাতে প্রেমিকার বাবা খুন, ছাত্রলীগ নেতা আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুরে মেয়ের দুই প্রেমিক এবং তার সহযোগীদের মারধরে আব্দুর রউফ সাইদ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় এক প্রেমিক কাজিপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে (৩০) আটক করেছে পুলিশ।

বুধবার (০২ অক্টোবর) সন্ধ্যায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রউফের মৃত্যু হয়। নিহত আব্দুর রউফ সাইদ উপজেলার গান্ধাইল ইউনিয়নের পশ্চিম দুবলাই গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।

আটক আমিনুল ইসলাম আলমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।  

কাজিপুর থানার পরিদর্শক (তদন্ত) গৌতম চন্দ্র মালী জানান, নিহত আব্দুর রউফ সাইদ ও সিরাজগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সোনিয়া খাতুনের সঙ্গে বাঐখোলা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রাশেদের প্রেমের সম্পর্ক ছিল। তাদের এ সম্পর্ক কিছুদিন পরে ভেঙে যায় এবং আমিনুল ইসলামের সঙ্গে আবারও প্রেমের সম্পর্ক করে সোনিয়া।  

দুপুরে সোনিয়া কলেজ থেকে আমিনুলের সঙ্গে বাড়ি ফিরছিলেন। তারা সীমান্ত বাজার আরআইএম ডিগ্রি কলেজের পাশে পৌঁছলে ঘটনাস্থলে আগে থেকে ওৎ পেতে থাকা সাবেক প্রেমিক রাশেদ ও তার লোকজন পথরোধ করে। এ সময় সোনিয়া তার বাবা আব্দুর রউফ সাইদকে ফোন করলে তিনি ঘটনাস্থলে এসে দুই প্রেমিকের উপরই চড়াও হন এবং আমিনুল ইসলামকে চড়-থাপ্পর মারেন। এ অবস্থায় সোনিয়ার সাবেক ও বর্তমান প্রেমিক এবং সহযোগীরা আব্দুর রউফকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তিনি মারা যান।  

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লুৎফর রহমান জানান, ঘটনার পর পরই বর্তমান প্রেমিক আমিনুল ইসলামকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।