বুধবার (০২ অক্টোবর) রাত ১০টার দিকে ৫ নং ফেরিঘাটের পন্টুন বিচ্ছিন্ন হয়ে যায়।
এর আগে সপ্তাহখানেক ধরে পদ্মায় তীব্র ও ঘূর্ণিস্রোতের কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।
দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক বাণিজ্য আবু আবদুল্লাহ জানান, দৌলতদিয়ায় ৬টি ফেরিঘাটের মধ্যে ১, ২ ও ৫ নং ফেরিঘাটে স্রোতের তীব্রতা বেশি। সেখানে ঘূর্ণিস্রোতের কারণে ফেরি ভেড়ানো সম্ভব হচ্ছে না। তাই ৩টি ফেরিঘাটে অপারেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৩টি ফেরি চলাচল করছে।
বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
জেডএস