বুধবার (০২ অক্টোবর) বিকেল ৫টার দিকে তাইজুল শহরের কাঁঠালবাড়িয়ায় নিজ বাড়ি থেকে নলডাঙ্গা হয়ে গ্রামের বাড়ি উপজেলার পিপরুলে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান বাংলানিউজকে জানান, নিয়মিত অবৈধ মোটরসাইকেল চেকিংয়ের অংশ হিসাবে বুধবার বিকেলে নলডাঙ্গা বাজারের সিএনজি মোড়ে চেকপোস্ট বসানো হয়।
এ অবস্থায় তার মাথায় হেলমেট না থাকার কারণে মোটরযান অধ্যাদেশ আইনের ১৩৭ ধারায় একটি মামলা দেন চেকপোস্টে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান একটি মামলা দেন। তবে এ মামলায় তাকে দুইশ টাকা জরিমানা গুনতে হবে।
নলডাঙ্গা থানার উপ পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান জানান, তল্লাশির সময় তিনি তার পরিচয় দেননি। এমনকি তারাও তাকে চিনতে পারেননি। তাছাড়া ট্রাফিক আইনের যথেচ্ছা ব্যবহারের শাস্তি সবার জন্যই সমান। তাই নিয়ম ভঙ্গ করায় দায়ে তাকে একটি মামলা দেওয়া হয়েছে। তবে তিনি (তাইজুল) তাদের সঙ্গে কোনো অসৌজন্যমূলক আচরণ করেননি বরং সহযোগিতা করেছেন।
ক্রিকেটার মো. তাইজুল ইসলাম বাংলানিউজকে জানান, হেলমেট বাড়িতে রেখে বিকেলে নলডাঙ্গায় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে গ্রামের বাড়ি পিপরুলে ফেরার পথে চেকপোস্টের সামনে পড়ি। এসময় হেলমেট না থাকার কারণে মামলা দেয় পুলিশ। সন্ধ্যার দিকে ট্রাফিক অফিসে কেস স্লিপ ও সোনালী ব্যাংকে টাকা জমা দিয়ে মামলার নিষ্পত্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৫৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
জেডএস