বুধবার (০২ অক্টোবর) দিনগত রাতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আনুমানিক ৬০ কোটি টাকা মূল্যের নকল প্রসাধনী ও ইলেকট্রনিক সামগ্রী জব্দ করা হয়েছে।
আটকরা যুক্তরাজ্য, চীন, যুক্তরাষ্ট্রের নকল পণ্য তৈরি করতেন বলে জানিয়েছে পুলিশ।
অভিযান শেষে জেলা পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ জানান, অনেকদিন ধরে ঢাকায় বসবাস করা বেলায়েত হোসেন নামে এক ব্যক্তি ম্যাক্স ইলেকট্রনিক লিমিটেড ও মনস্টার প্রাইভেট লিমিটেড নামে প্রতিষ্ঠান দুটিতে নকল প্রসাধনী তৈরি করে বাজারজাত করে আসছিলেন। অভিযানে আমরা এখানে বিভিন্ন দেশের বিভিন্ন ব্র্যান্ডের প্রসাধনী ময়লা পানি দিয়ে সেন্ট (সুগব্ধি) ও রঙ ব্যবহার করে তৈরি করে বাজারজাত করছে দেখতে পেয়েছি। বিভিন্ন পারফিউমগুলো তারা নামিদামি ব্র্যান্ডের নামে বিক্রি করে আসছিল। নকল তৈরি করলেও তারা প্রতিটি পণ্যেই বিদেশি ট্যাগ লাগিয়ে সেটি বিক্রি করে আসছিল।
তিনি জানান, এখান থেকে আমরা আরেকটি গোডাউনে গিয়ে দেখলাম সেখানে তারা ৬৫ ইঞ্চি ও ৭০ ইঞ্চি টিভিও বানাচ্ছে। বিশ্বের বড় বড় দামি ব্র্যান্ড সনি, স্যামসাং, এলজি, প্যানাসনিকসহ বিভিন্ন ব্র্যান্ডের নাম ব্যবহার করে তারা মাইক্রোওয়েভ ওভেন, টিভিসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্য তৈরি করছে।
এসপি জানান, দেখলে অবাক হওয়ার মত এখানে অনেক বিশাল জায়গাজুড়ে প্রতিষ্ঠান ও গোডাউন তৈরি করে এসব করে আসছিল। এর মাধ্যমে সরকারের বিশাল অংকের ট্যাক্স ফাঁকি দিয়ে আসছিল। ৫০ থেকে ৬০ কোটি টাকার টিভি তারা বানিয়েছে, যদি অভিযান না হত তাহলে এসব পণ্য তারা বাজারজাত করতো, আর এসব কিনে মানুষ প্রতারিত হত।
বেলায়েতসহ যারাই এ কাজের সঙ্গে যুক্ত তাদেরকে দ্রুত আইন ও বিচারের আওতায় আনা হবে বলে জানান এসপি।
বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
জেডএস