ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

হাতিরঝিলে ১৪০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
হাতিরঝিলে ১৪০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ঢাকা: রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে এক হাজার ৪শ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (০২ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকাল ৪টার দিকে রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালায় র‌্যাব-১০ এর একটি দল।

অভিযানে এক হাজার ৪শ পিস ইয়াবাসহ সজল শেখ (২৪) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়।  

আটক সজল শেখের বাবার নাম মো. মতিউর রহমান, বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায়। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সজল শেখের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এমএমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।