বুধবার (০২ অক্টোবর) সন্ধ্যায় র্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকাল ৪টার দিকে রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালায় র্যাব-১০ এর একটি দল।
আটক সজল শেখের বাবার নাম মো. মতিউর রহমান, বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায়। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সজল শেখের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এমএমআই/জেডএস