বুধবার (০২ অক্টোবর) শহরের চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশনস) শেখ তাসমিম আলম বাংলানিউজকে বলেন, সকাল ১০টার দিকে শহরের বেজপাড়া তালাতলার মোড়ের বাসিন্দা ব্যবসায়ী মুন্সি আফসার উদ্দিনের ছেলে মশিয়ার রহমান ও উপশহর এলাকার বাসিন্দা হস্তশিল্প ব্যবসায়ী গৌতম মিত্র টাকা ভর্তি একটি ব্যাগ চৌরাস্তায় কুড়িয়ে পান।
বিকেলে যশোর বড়বাজারের আটাপট্টি এলাকার ব্যবসায়ী গোবিন্দ চন্দ্র সাহা ও নির্মল সাহা থানায় আসেন। ওই টাকা তাদের বলে দাবি করেন। পরে প্রমাণ সাপেক্ষে তাদের টাকা বুঝিয়ে দেওয়া হয়।
টাকা ফেরত পাওয়া ব্যবসায়ী গোবিন্দ চন্দ্র সাহা বাংলানিউজকে বলেন, তাদের ঝুমঝুমপুরের বিসিকে একটি আটা ময়দার কারখানা রয়েছে। এছাড়া আটাবাজারে তাদের দোকান আছে। বুধবার সকালে তিনি আগের দিনের কেনাবেচা করা ২ লাখ ৭৯ হাজার টাকা বাড়ি থেকে ব্যাগে করে নিয়ে দোকানে যাচ্ছিলেন। পথে কোথাও ব্যাগটি ছিঁড়ে ওই টাকা পরে যায়। টাকাগুলো এদিন সকালে ব্যাংকে জমা দেওয়ার কথা ছিল। পরে লোকমুখে জানতে পারি দুই যুবক একটি ব্যাগ থানায় জমা দিয়েছে। থানায় গিয়ে ব্যাগ দেখে চিনতে পারি এবং পুলিশকে উপযুক্ত প্রমাণ দিয়ে ওই টাকা নিজেদের বলে দাবি করলে পুলিশ টাকা দিয়ে দেয়।
অন্যদিকে, কুড়িয়ে টাকা পাওয়া ব্যবসায়ী মশিয়ার রহমান বাংলানিউজকে বলেন, চুড়িপট্টিতে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সকালে উত্তরা ব্যাংকের সামনে মোটরসাইকেল রেখে হঁটাতে হাঁটতে চুড়িপট্টি যাচ্ছিলেন। রাস্তার ওপর একটি ব্যাগ দেখে তা খুলে দেখেন অনেক টাকা। ব্যাগটি উঠিয়ে নেন তিনি। সঙ্গে ছিলেন আরেক ব্যবসায়ী গৌতম মিত্র। তারা ব্যাগটি থানায় নিয়ে জমা দেন।
বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
ইউজি/জেডএস