ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ইলিশ উৎসবে ৫৫ লাখ টাকার মাছ বিক্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
ইলিশ উৎসবে ৫৫ লাখ টাকার মাছ বিক্রি ইলিশ উৎসব

বরগুনা: বরগুনায় একদিনের জন্য আয়োজন করা উৎসবের দিনে ৭ হাজার ৯২০ মণ ইলিশ বিক্রি করা হয়েছে। যার মূল্য প্রায় ৫৫ লাখ টাকা।

এতে গড়ে প্রতি কেজি ইলিশ বিক্রি হয়েছে ৬৮৬ টাকা দরে।  

বুধবার (০২ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ইলিশ বিক্রি হয়েছে বলে নিশ্চিত করেছেন বরগুনা জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ্।

 

তিনি বলেন, শুকরিয়া আল্লাহর কাছে, প্রকৃতির সম্পদ আমাদের দিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।