বুধবার (০২ অক্টোবর) ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সালেহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।
নিহত সেলিমুর রহমান সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তারের স্বামী বলে জানা গেছে। তবে বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
স্থানীদের বরাত দিয়ে সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অজিত কুমার সাহা বাংলানিউজকে জানান, সাভারগামী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজন পার করে উল্টো লেনে চলে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ-৪২-৪২৫২) সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সেলিমুর রহমান মারা যান ও আহত অবস্থায় তার স্ত্রী খালেদাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ তালুকদার বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক উদ্ধার করে সাভার থানায় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া প্রাইভেটকারটি উদ্ধারে কাজ চলছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন বলেও জানান তিনি৷
বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
জেডএস