ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

ডিভাইডার ভেঙে উল্টো লেনে ট্রাক, প্রাণ হারালেন স্বামী

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
ডিভাইডার ভেঙে উল্টো লেনে ট্রাক, প্রাণ হারালেন স্বামী

সাভার (ঢাকা): সাভারে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডার ভেঙে অপর পাশে থাকা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কাজী সেলিমুর রহমান (৪৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী খালেদা জাহান (৩৯) গুরুতর আহত হন।

বুধবার (০২ অক্টোবর) ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সালেহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।

এসময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নিহত সেলিমুর রহমান সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তারের স্বামী বলে জানা গেছে। তবে বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীদের বরাত দিয়ে সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অজিত কুমার সাহা বাংলানিউজকে জানান, সাভারগামী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজন পার করে উল্টো লেনে চলে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ-৪২-৪২৫২) সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সেলিমুর রহমান মারা যান ও আহত অবস্থায় তার স্ত্রী খালেদাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ তালুকদার বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক উদ্ধার করে সাভার থানায় নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া প্রাইভেটকারটি উদ্ধারে কাজ চলছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছেন বলেও জানান তিনি৷

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।