ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

পানিতে ডুবে কাশিয়ানীর ফুকরা ইউপি চেয়ারম্যানের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
পানিতে ডুবে কাশিয়ানীর ফুকরা ইউপি চেয়ারম্যানের মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদুল হক পানিতে ডুবে মারা গেছেন।

বুধবার (০২ অক্টোবর) দিনগত রাত ৮টার দিকে বাড়ি যাওয়ার সময় তিনি মোটরসাইকেল নিয়ে পুকুরে পড়ে যান।

স্থানীয়রা জানিয়েছেন, মোটরসাইকেল নিয়ে বাড়ি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গভীর পুকুরে পড়ে যান চেয়ারম্যান মো. ইমদাদুল হক।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রামদিয়া ও পরে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০৩৩৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।