ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

উখিয়ায় কাভার্ডভ্যান উল্টে কলেজছাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
উখিয়ায় কাভার্ডভ্যান উল্টে কলেজছাত্রী নিহত

কক্সবাজার: কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার পালংখালী বাজার এলাকায়  কাভার্ডভ্যান উল্টে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

বুধবার (০২ অক্টোবর) দিনগত রাত সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান উল্টে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার উপর পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় এর ভেতরে থাকা এক কলেজছাত্রী ঘটনাস্থলেই নিহত হন। সিএনজির ভেতর থেকে আরও দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৫০২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এসবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।