ঢাকা, বুধবার, ২২ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে ইয়াবাসহ দম্পতি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
বরিশালে ইয়াবাসহ দম্পতি আটক ইয়াবাসহ তাদের আটক করা হয়

বরিশাল: বরিশালে অভিযান চালিয়ে মাদকসহ এক দম্পতিকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (০২ অক্টোবর) দিনগত রাত ৮টার দিকে নগরের ২৯ নম্বর ওয়ার্ডের কাশিপুর আনসার অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন কুমিল্লা জেলার পাঁচতুবি ইউনিয়নের মাঝিকাছা এলাকার মো. জাহাঙ্গীর আলম (৩২) ও তার স্ত্রী মায়া আক্তার (২১)।

অভিযানের নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই সৈয়দ খাইরুল আলম। তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটকদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলা‌দেশ সময়: ০৬১০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।