ঢাকা, বুধবার, ২১ মাঘ ১৪৩১, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫ শাবান ১৪৪৬

জাতীয়

কাকরাইলে ট্রাকের ধাক্কায় র‌্যাব সদস্য নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
কাকরাইলে ট্রাকের ধাক্কায় র‌্যাব সদস্য নিহত ফাইল ফটো

ঢাকা: রাজধানীর কাকরাইল মোড়ে ট্রাকের ধাক্কায় হাসান মাহমুদ (৩০) নামে মোটরসাইকেল আরোহী এক র‍্যাব সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (২ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

হাসান মাহমুদকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তার বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলায়। হাসান উত্তরা র‍্যাব সদর দপ্তরে কর্মরত ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আব্দুল খান বাংলানিউজকে জানান, রাতে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এর দুই আরোহী ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। আহত আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এজেডএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।