বুধবার (২ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাসান মাহমুদকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আব্দুল খান বাংলানিউজকে জানান, রাতে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এর দুই আরোহী ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন। আহত আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এজেডএস/একে