বুধবার (২ অক্টোবর) দিনগত রাতে উপজেলার রামপুর ইউনিয়নের সুন্দরীপাড়া রেলগেট এলাকায় অভিযান চালিয়ে ডিলার আবু কালামের গুদাম সিলগালা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শাহনাজ মিথুন মুন্নী।
রামপুর ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) একরামুল হক বাংলনিউজকে জানান, রামপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়াডে প্রায় দুই হাজার ভিজিএফ কার্ডধারী রয়েছেন যারা হতদরিদ্র পরিবার হিসেবে প্রতিমাসে কার্ড প্রতি ৩০ কেজি চাল ১০ টাকা দরে পাওয়ার কথা। এজন্য ডাঙ্গাপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আবু কালামকে ডিলার নিয়োগ করা হয়।
ইউএনও শাহনাজ মিথুন মুন্নী বাংলানিউজকে বলেন, হতদরিদ্র পরিবারের জন্য সরকারি বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়ম এবং ভালো মানের চালের পরিবর্তে নিম্নমানের চাল মজুদের অভিযোগে বুধবার দিনগত রাতে ওই গুদামে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ৩৪ বস্তা চালসহ গুদামটি সিলগালা করে দেওয়া হয়। ডিলারশিপ বাতিল করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
এসআরএস