গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ এলাকায় আটটি ঝুট-কার্টন গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
বুধবার (২ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আবু ইউসুফ বাংলানিউজকে জানান, আমবাগ এলাকায় জাহাঙ্গীর আলমের ঝুট গুদামে প্রথমে আগুন লাগে।
পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আব্দুল হাই, মোবারক হোসেন, আবুল কালাম, আনোয়ার হোসেন, হৃদয় হোসেন ও ফেরদৌসের ঝুট ও কার্টনের গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে ডিবিএল ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। আগুনে টিনশেডের গুদামে থাকা ঝুট ও কার্টন পুড়ে গেছে।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
আরএস/এসএ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।