ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে ৩১৯৮ পিস ইয়াবা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৯
বকশীগঞ্জে ৩১৯৮ পিস ইয়াবা জব্দ তল্লাশি চালানো বাস। ছবি: বাংলানিউজ

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে ৩ হাজার ১৯৮ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাদী পরিবহনে তল্লাশি চালিয়ে এগুলো জব্দ করা হয়।

কামালপুর বিওপির বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কামালপুর বাজার মোড় এলাকায় ঢাকাগামী সাদী পরিবহনে তল্লাশিকালে একটি শপিং ব্যাগে ৩ হাজার ১৯৮ পিস ইয়াবা পাওয়া যায়।

তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, রৌমারী-রাজীবপুর-বকশীগঞ্জ-শেরপুর-ময়মনসিংহ-ঢাকা রোডটি বর্তমানের মাদক প্রচারের নিরাপদ রোড হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। চলতি সপ্তাহে এই রুটে ৩টি অভিযানে প্রায় ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।