শুক্রবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ি থেকে তাকে অাটক করা হয়। আটক মোশারফ সদর উপজেলার উচুটিয়া এলাকার লাল মিয়ার ছেলে।
মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডল বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মুসা মোশারফের বাড়িতে তল্লাশি চালিয়ে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেলে তাকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
আরএ