এর আগে বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে ফতুল্লার পঞ্চবটির একটি ক্লাবে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।
আটক জুয়াড়িরা হলেন- ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার তোফাজ্জল হোসেন (৫৫), ইকবাল হোসেন (৫৬), কামাল হোসেন (৪৯), আজমেরীবাগ এলাকার শামসুজ্জামান (৪০), চাষাঢ়ার মার্ক টাওয়ার এলাকার মোস্তাফিজুর রহমান (৫২), পঞ্চবটির এবিএম শফিকুল ইসলাম (৫০) ও ঢাকার কেরানীগঞ্জের কাজিরগাঁও এলাকার আফজাল হোসেন (৪০)।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমন জানান, অভিযানের সময় জুয়াড়িদের কাছ থেকে ৩ প্যাকেট প্লেয়িং কার্ড (তাসের প্যাকেট) এবং নগদ ২০ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
এবি/এইচএডি