ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

ঘোড়ার প্রতি নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৯
ঘোড়ার প্রতি নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

ঢাকা: ঘোড়ার প্রতি অমানবিক নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। 

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব প্রাণী দিবস উপলক্ষে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে এসময় ঘোড়ার প্রতি নির্যাতন বন্ধের বিষয়ে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

 

এতে সভাপতিত্ব করেন পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্থপতি রাকিবুল হক এমিল।

এসময় সংগঠনটির ডিরেক্টর রত্না জুলিয়ানা গোমেজ, প্রোগ্রাম ম্যানেজার ওয়ানাস আহমেদ, অ্যানিমেল রাইট অ্যাক্টিভিস্ট নিনা হাবিবাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।  

মানববন্ধনে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ঘোড়ার গাড়ি ও ঘোড়া দিয়ে পণ্য পরিবহন অনেক দিন ধরে চলে আসা একটি অমানবিক চর্চা। শহর এবং গ্রামে ঘোড়া দিয়ে অধিক যাত্রী বহন করা হয়। অসুস্থ ও আহত অবস্থাতেও ঘোড়াকে দিয়ে গাড়ি চালানো ও পণ্য পরিবহন করানো হয়।

তারা আরও বলেন, গাড়ি টানা ঘোড়াগুলো আহত বা অসুস্থ হলেও চিকিৎসা পায় না। ঘোড়াগুলো অসুস্থ হলে সড়কে ফেলে রাখা হয়, যা অত্যন্ত মর্মস্পর্শী।  

আয়োজকরা বলেন, রাজধানীর মত যান্ত্রিক শহরে মোটর গাড়ির পাশাপাশি ঘোড়ার গাড়ি চলা কতটা যুক্তিযুক্ত সেই বিষয়ে প্রশ্ন তোলার সময় এসেছে।  

একইঙ্গে মানববন্ধন থেকে শ্রমজীবী ঘোড়ার শ্রমকে আইনের নজরদারিতে আনাসহ ১০ দফা দাবি উত্থাপন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
আরকেআর/এবি/আরবি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।