শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে সম্প্রীতি সমাবেশের আয়োজন করে ‘পূজোর ভ্যান’ নামক একটি সামাজিক সংগঠন।
শারদীয় দুর্গোৎসবের প্রথম দিনে ভিন্নধর্মী ওই আয়োজনে একই মঞ্চে জড়ো হয়েছেন ধর্ম-বর্ণ নির্বিশেষে অনেকেই।
সংগঠনের সভাপতি ভানু লাল দে’র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এসময় তিনি বলেন, সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠতার কোনো বিষয় নেই। সবাই মিলে আমরা সম্প্রীতি বজায় রেখে সব ধর্মীয় অনুষ্ঠান পালন করি। আমরা চাই এদেশকে এগিয়ে নিয়ে যেতে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান ও জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
ভিন্ন মাত্রার অনুষ্ঠানটিতে আলোচনা করেন- বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নইমুল হোসেন লিটু, বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু, নাট্য ব্যক্তিত্ব সৈয়দ দুলাল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক মুখার্জী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পূজোর ভ্যানের প্রতিষ্ঠাতা সাংবাদিক অপূর্ব অপু। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, এমজি কবির ভুলুসহ অন্যান্যরা।
সম্প্রীতি সমাবেশ শেষে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে আলোর মিছিল বের করা হয়। যা নগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
এমএস/এসএ