ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, স্বামী-স্ত্রী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৯
মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, স্বামী-স্ত্রী নিহত

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর এলাকায় একটি প্রাইভেটকারকে সাইট দিতে স্বপ্ন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে যায়। এ দুর্ঘটনায় বাসে থাকা গণেশ সন্যাসী (৬৫), স্ত্রী কল্পনা সন্যাসী (৫৫) নিহত এবং অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি শিবালয় উপজেলার নতুন পাড়া গ্রামে।

তারা পূজার কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন বলে জানা গেছে।

বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে স্বপ্ন পরিবহনের একটি বাস পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মহাসড়কের তরা এলাকায় এলে একটি প্রাইভেটকারকে সাইট দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন।  

খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতাবস্থায় ১৫ যাত্রীকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯.
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।