শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের বাড়ি শিবালয় উপজেলার নতুন পাড়া গ্রামে।
বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে স্বপ্ন পরিবহনের একটি বাস পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মহাসড়কের তরা এলাকায় এলে একটি প্রাইভেটকারকে সাইট দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতাবস্থায় ১৫ যাত্রীকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯.
এসএইচ