শুক্রবার (০৪ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের বালুয়া বাসুয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল ইসলাম সিংড়া উপজেলার শেরকোল কংসপুর গ্রামের আনসার আলীর ছেলে এবং আহত উজির একই গ্রামের আবুল কাসেমের ছেলে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সন্ধ্যার কিছু সময় আগে আশরাফুল ও উজির নামে দুই কাঠ ব্যবসায়ী মোটরসাইকেলে করে নিজ বাড়ি শেরকোলের দিকে যাচ্ছিলেন। পথে নাটোর-পাবনা মহাসড়কের বালুয়া বাসুয়া মোড়ে পৌঁছালে নাটোরগামী একটি ট্রাক পেছন দিক থেকে তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে সড়কের ওপর পড়ে যান। এসময় আশরাফুল ইসলাম ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত ও উজির গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয় লোকজন আহত অবস্থায় উজিরকে উদ্ধার করে সিংড়া উপজেলা হাসপাতালে ভর্তি করেছে। পরে এঘটনায় বিক্ষিপ্ত জনতা সিংড়া বাসস্ট্যান্ডে ওই ট্রাকটি আটক করে পুলিশে খবর দেয়। তবে চালক-হেলপার পালিয়ে যায়।
ওসি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
এসএইচ