শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির শেখ উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঠোলনার পাড় গ্রামের নান্নু শেখের ছেলে।
মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বিশ্বাস জানান, সন্ধ্যায় মনির শেখ মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুরের দাসেরহাটে সামনে থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
আরএ