ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৯
গোপালগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের চাপায় মনির শেখ (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির শেখ উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের ঠোলনার পাড় গ্রামের নান্নু শেখের ছেলে।

মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বিশ্বাস জানান, সন্ধ্যায় মনির শেখ মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুরের দাসেরহাটে সামনে থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।