শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাড়কে এ দুর্ঘটনা ঘটে। সিকাই মণ্ডল একই উপজেলার চরমহেন্দ্রপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, কুষ্টিয়া থেকে রাজবাড়ীমুখী যাত্রীবাহী একটি বাস ময়ানমোড় এলাকায় অটোভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী সিকাই মণ্ডলের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করলেও চালক ও তার সহকারী (হেলপার) পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
এসআরএস