ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

এদেশে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা যাবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৯
এদেশে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা যাবে না

দিনাজপুর: ধর্মকে ব্যবহার করে এদেশেই আর কেউ কোনদিন রাজনীতি করতে পারবে না মন্তব্য করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, এদেশ অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্বের চেতনায় পরিচালিত হয়ে আসছে। কোনো সাম্প্রদায়িক শক্তি তা বিনষ্ট করতে পারবে না। ধর্ম যার যার উৎসব সবার।

শুক্রবার (৪ অক্টোবর) বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সরকারি অনুদানের অর্থ বিতরণ ও আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের অর্থনীতি এখন অনেক শক্তিশালী।

এদেশের বাজেট এখন নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হচ্ছে। আমরা শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্ববাসীর কাছে মডেল প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃত।  

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএএম রওশন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এম আব্দুল লতিফ, উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, বিরল পৌর সভার মেয়র সবুজার সিদ্দিক সাগর, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল। স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক রমাকান্ত রায়। সার্বিক পরিচালনা করেন পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ও বিরল কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি সাংবাদিক সুবল চন্দ্র রায়।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিরল পৌরসভাসহ ১২টি ইউনিয়নের মোট ৯৪টি মণ্ডপে ৮ লাখ ৪৬ হাজার টাকা বিতরণ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদের সদস্য ও কালিয়াগঞ্জ পূজা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক বিভুতি ভুষন সরকার।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।