শুক্রবার (৪ অক্টোবর) বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সরকারি অনুদানের অর্থ বিতরণ ও আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের অর্থনীতি এখন অনেক শক্তিশালী।
বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএএম রওশন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এম আব্দুল লতিফ, উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, বিরল পৌর সভার মেয়র সবুজার সিদ্দিক সাগর, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল। স্বাগত বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক রমাকান্ত রায়। সার্বিক পরিচালনা করেন পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ও বিরল কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি সাংবাদিক সুবল চন্দ্র রায়।
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিরল পৌরসভাসহ ১২টি ইউনিয়নের মোট ৯৪টি মণ্ডপে ৮ লাখ ৪৬ হাজার টাকা বিতরণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদের সদস্য ও কালিয়াগঞ্জ পূজা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক বিভুতি ভুষন সরকার।
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
এসএইচ