‘মঞ্চ মায়ায় মানবতার জয়’ স্লোগান নিয়ে শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় সেখানে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী নাট্যোৎসবের। উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চায়িত হয় থিয়েটার নাট্যদলের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ এবং মণিপুরি থিয়েটারের ‘কহে বীরাঙ্গনা’ নাটক।
মাইকেল মধুসূদন দত্ত-এর ‘বীরাঙ্গনা কাব্য’ অবলম্বনে ‘কহে বীরাঙ্গনা’ নাটকটির নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। একক অভিনয় করবেন জ্যোতি সিনহা। নাটকটির সঙ্গীতে আছেন- শর্মিলা সিনহা, বাদ্যে বাবুচান সিংহ, উজ্জ্বল সিংহ, অঞ্জনা সিনহা।
অন্যদিকে সৈয়দ শামসুল হকের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ নাটকটির নির্দেশনা দিয়েছেন আবদুল্লাহ আল-মামুন। পরবর্তীতে নবনির্মাণ করেছেন সুদীপ চক্রবর্তী। এ নাটকটিতে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, কেরামত মওলা, তোফা হোসেন, ত্রপা মজুমদার, মারুফ কবির, পরেশ আচার্য, সমর দেব, খুরশিদ আলম প্রমুখ।
শনিবার (৫ অক্টোবর) বিকেল ৪টা থেকে ভজন ও শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করবেন পণ্ডিত রাম প্রসাদ সূত্রধর (শিষ্যপতি) ও উস্তাদ মানিক সিংহ রায়। এরপর সন্ধ্যা সাতটায় দেশ নাটক মঞ্চস্থ করবে মাসুম রেজা রচিত ও নির্দেশিত নাটক ‘নিত্যপুরাণ’। রাত ৯টায় থিয়েটার ৫২ মঞ্চস্থ করবে নতুন নাটক ‘কালিদাস’। নির্দেশনা দিবেন জয়িতা মহলানবীশ।
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
এইচএমএস/ওএইচ/