নিহত শিশুরা হলো- কাপাসিয়ার খিরাটি এলাকার মিলন মিয়ার দুই মেয়ে সিনথিয়া (১১) ও সিনহা (৭) এবং নরসিংদী সদর এলাকার মনির হোসেনের মেয়ে হিমা (১২)। নিহত হিমার মামাতো বোন সিনথিয়া ও সিনহা।
শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, হিমা তার নানার বাড়ি কাপাসিয়ার খিরাটি এলাকায় বেড়াতে আসে। দুপুরে হিমা এবং তার মামাতো বোন সিনথিয়া ও সিনহা ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে তারা তিনজন নদীতে ডুবে নিখোঁজ হয়। পরে নিহতের পরিবার ও স্থানীয়রা খোঁজাখুজি করে বিকেলে নদী থেকে হিমা, সিনথিয়া ও সিনহাকে মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৯
আরএস/ওএইচ/