ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় রিকশাচালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৯
নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় রিকশাচালকের মৃত্যু

নেত্রকোনা: শিশুদের খেলাকে কেন্দ্র করে নেত্রকোনায় প্রতিপক্ষের হামলায় মঞ্জুরুল হক নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার মেদনি ইউনিয়নের বড়ওয়ারী গ্রামে এ ঘটনা ঘটে। মঞ্জুরুল বড়ওয়ারী গ্রামের শুকুর আলীর ছেলে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে মঞ্জুরুলের ছেলের সঙ্গে একই গ্রামের ওসমান মিয়ার ছেলের খেলা নিয়ে ঝগড়া হয়। এর জের ধরে শুক্রবার দুপুরে ওসমান মিয়া তার লোকজন নিয়ে মঞ্জুরুলকে ব্যাপক মারধর করেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আহতাবস্থায় তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে (আসহা) নিলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। তবে হামলায় জড়িত কাউকে এখনও আটক করা সম্ভব হয়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৪১৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।