শুক্রবার (৪ অক্টোবর) দিনগত রাতে আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ও বানিয়াজান ইউনিয়নে এ ঘটনা ঘটে। এর মধ্যে বরের পরিবার স্বরমুশিয়া ইউনিয়নের হরিপুর এলাকার ও কনের পরিবার বানিয়াজান ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা।
আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা সুলতানা বাংলানিউজকে জানান, উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করেই গোপনে পাঁচদিন আগে বাল্যবিয়ে সম্পন্ন করে উভয় পরিবারের সদস্যরা। শুক্রবার বিষয়টি জানতে পেরে বরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, ছেলে ও মেয়ের বাবাকে ১০ করে ২০ হাজার টাকা ও ঘটককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
ওএইচ/