শুক্রবার (৪ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাইট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় আব্দুর রাজ্জাক (৪৫) নামে আরও এক ব্যক্তিকে চট্টগ্রাম হাসপাতালে পাঠানো হয়েছে।
অপর দিকে, একই দিন রাতে উপজেলার বগাচতর ইউনিয়ন জালিয়াপাড়ায় পারিবারিক কলহের জের শাকিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূ ধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত বাংলানিউজকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হবে। পাশাপাশি এ ঘটনায় থানায় পৃথক দু’টি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
ওএইচ/