ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৯
বরিশালে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

বরিশাল: বরিশালে সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় কাশিপুর বাজার সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন-কাশিপুর এলাকার বাসিন্দা হাসেম (৪০) ও এয়ারপোর্ট থানাধীন এলাকার বাসিন্দা আব্দুর রব হাওলাদারের স্ত্রী সালেহা বেগম (৫৫)।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম বাংলানিউজকে জানান, দ্রুতগতির একটি প্রাইভেটকার একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দু’জন আহত হয়। আহতদের উদ্ধার করে বরিশাল-শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই হাসপাতালের ওয়ার্ড মাস্টার রাশেদুল ইসলাম বাংলানিউজকে জানান, সালেহা বেগমকে জরুরি বিভাগে ও হাসেমকে ওয়ার্ডে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।