ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

বিরলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৯
বিরলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

দিনাজপুর: দিনাজপুরের বিরল উপজেলার পল্লীতে সড়ক দুর্ঘটনায় সঞ্জিত রায় (১৫) ও মিন্টু চন্দ্র রায় (১৬) নামে ২ যুবক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন সোহাগ রায় (১৬) নামে অপর এক যুবক।

শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার রাজারামপুর ইউনিয়নের চনকালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সঞ্জিত রায় উপজেলার রাজারামপুর ইউনিয়নের হাসিলা গ্রামের গয়নাথ রায়ের ছেলে ও মিন্টু চন্দ্র রায় একই গ্রামের হরিদাস রায়ের ছেলে এবং আহত সোহাগ রায় সন্তোষ রায়ের ছেলে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল বাংলানিউজকে জানান, রাতে বাড়ি থেকে একটি মোটরসাইকেল নিয়ে ৩ যুবক বিভিন্ন মণ্ডপে পূজা দেখে বেড়াচ্ছিলেন। চনকালী গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে সঞ্জিত ও মিন্টু মারা যান। স্থানীয়রা সোহাগ রায়কে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে বিরল ও পরে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে বিরল থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।