শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি শার্শার রাড়ী পুকুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুকদেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাব্বি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের সামনে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাব্বির মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
আরএ