ফেরি চলাচল বন্ধ। ছবি: বাংলানিউজ
মানিকগঞ্জ: পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে ঘাটে ভিড়তে না পারায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (৫ অক্টোবর) দুপুর ১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট শাখার ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে দৌলতদিয়া পয়েন্টে ফেরি ভিড়তে না পারায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
এ কারণে পাটুরিয়া ঘাটে কয়েক শতাধিক যানবাহন পারের অপেক্ষায় আটকে আছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
আরএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।