ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

পূজায় ঢোল বাজালেন মেয়র আতিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৯
পূজায় ঢোল বাজালেন মেয়র আতিক

ঢাকা: দুর্গাপূজা উদযাপনের প্রথম দিনে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শরিক হয়ে ঢোল বাজান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার (৪ অক্টোবর) রাতে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে আসেন মেয়র আতিকুল ইসলাম। এসময় আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় শেষে নিজেই ঢোল বাজাতে শুরু করেন মেয়র আতিক।

 

কাঁধে ঢোল ঝুঁকিয়ে বেশ তালে তালেই ঢোল বাজাতে দেখা যায় তাকে। এসময় মেয়র বেশ উচ্ছ্বসিত থাকলে তার সঙ্গে যোগ দেন মণ্ডপে আসা অন্যান্যরা।  

এদিকে মেয়রের ঢোল বাজানোতে আলোচনা-সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। কেউ বলছেন- মুসলিম হিসেবে ঢোল বাজানো উচিত হয়নি মেয়র আতিকের। আবার কেউ কেউ বলছেন- নগরের মেয়র হিসেবে তিনি সার্বজনীন। তিনি ব্যক্তি হিসেবে না, বরং মেয়র হিসেবে এমনটা করতেই পারেন।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এসএইচএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।