শুক্রবার (৪ অক্টোবর) রাতে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে আসেন মেয়র আতিকুল ইসলাম। এসময় আয়োজকদের সঙ্গে কুশল বিনিময় শেষে নিজেই ঢোল বাজাতে শুরু করেন মেয়র আতিক।
কাঁধে ঢোল ঝুঁকিয়ে বেশ তালে তালেই ঢোল বাজাতে দেখা যায় তাকে। এসময় মেয়র বেশ উচ্ছ্বসিত থাকলে তার সঙ্গে যোগ দেন মণ্ডপে আসা অন্যান্যরা।
এদিকে মেয়রের ঢোল বাজানোতে আলোচনা-সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। কেউ বলছেন- মুসলিম হিসেবে ঢোল বাজানো উচিত হয়নি মেয়র আতিকের। আবার কেউ কেউ বলছেন- নগরের মেয়র হিসেবে তিনি সার্বজনীন। তিনি ব্যক্তি হিসেবে না, বরং মেয়র হিসেবে এমনটা করতেই পারেন।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এসএইচএস/এসএ