শনিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার বাওট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। আকতার ধান মাড়ায় (হপার)করা মেশিনের চালক ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে জানান, আকতার তার দুই সহযোগীকে সঙ্গে নিয়ে কুষ্টিয়া থেকে ধান মাড়ায় করা মেশিন নিয়ে হিজলবাড়ী ফিরছিলেন। পথে বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি কলেজের সামনে একটি ট্রাক হপার মেশিনটিকে ধাক্কা দেয়। এসময় আকতার ছিটকে রাস্তায় পড়ে গেলে ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
আরএ