শনিবার (৫ অক্টোবর) কাকরাইলের স্কাউট ভবনে দলীয় কার্যালয়ে তারা এ সংবাদ সম্মেলন করেন।
এর আগে শনিবার বেলা ১১টায় ওই সংগঠন দিবসটি পালনে স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান ও এমপিওভুক্তকরণসহ চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের অতিরিক্ত মহাসচিব জাকির হোসেন বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড হলে শিক্ষকরা শিক্ষার মেরুদণ্ড। কিন্তু আজ শিক্ষক সমাজ অবহেলিত ও বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা, মওলানা মো. দেলোয়ার হোসেন, অধ্যাপক আলমগীর হোসেন, অধ্যক্ষ সেলিম মিয়া, শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, ফাতেমা আক্তার হেনা, রোকেয়া চৌধুরী বেবী, প্রিন্সিপাল আব্দুর রহমান, কমল কান্তি ভৌমিক, অধ্যাপক সোহেল রানা, অধ্যাপক আব্দুল হাকিম, অধ্যাপক রাশেদুল ইসলাম, ফজলুল হক, কামরুজ্জামান মিজান, আজিজুল হক রানা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এমএইচ/এএটি