শনিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। সাইদুর একই উপজেলার মৌতলা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক সংলগ্ন ওই পাম্প থেকে তেল নিয়ে মোটরসাইকেল আরোহী সাইদুর রাস্তা পার হচ্ছিলেন। এসময় সাতক্ষীরামুখী যাত্রীবাহী একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে গুরুতর আহত হন সাইদুর। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, ওই মোটরসাইলটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসের অন্তত ১২ যাত্রী আহত হন। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা হাসপাতালে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ০৫, ২১০৯
এসআরএস