শনিবার (০৫ অক্টোবর) মিরপুরের পল্লবী এলাকার ডি ব্লকে কর্মজীবী শিশুদের স্কুল ‘আমাদের পাঠশালা’র প্রকৃতি ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীরা এ র্যালি ও মানববন্ধন আয়োজন করে।
শুরুতে স্কুলটির সামনে থেকে র্যালি শুরু হয়ে স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিরপুর পল্লবী ডি-ব্লকের ঈদগাহ মাঠের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্কুলটির শিশু শিক্ষার্থীরা ছাড়াও আরো উপস্থিত ছিলেন পরিবেশ আন্দোলনের সমন্বয়কারী ও আমাদের পাঠশালার পরিচালক আবুল হাসান রুবেল, পাঠশালার প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, মাহবুব ইরান প্রমুখ।
এ বিষয়ে আবুল হাসান রুবেল বাংলানিউজকে বলেন, বর্তমানে প্রকৃতির ওপর বিভিন্নভাবে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। যার মাধ্যমে পুরো মানবজাতি হুমকির সম্মুখীন হচ্ছে। মূলত পরবর্তী প্রজন্ম এই অশনি সংকেতে রয়েছে। যে কারণে বর্তমানে যারা শিশু তারা কী ধরনের পৃথীবিতে থাকবে তা নিয়ে ব্যাপক উদ্বিগ্ন। বড়রা শিল্পায়ন ও প্রযুক্তির উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করে যাচ্ছে। এর বিরুদ্ধে শিশুদের এমন আয়োজন তাদের চোখ খুলে দেবে বলে আশা করি। তাছাড়া শিশুদের এই আন্দোলনকে তাদের মাধ্যমেই সারাদেশে ছড়িয়ে দিয়ে বৃহত্তর আন্দোলনের আহ্বান জানানো ছিল আজকের এই আয়োজনের মূল লক্ষ্য।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এমএএম/জেডএস