শনিবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুই নারী মাদকবিক্রেতা হলেন- দেওয়ানের খামার গ্রামের বাবলু মণ্ডলের স্ত্রী শায়লা খাতুন লতা (৩০) ও বাগেরহাটের মর্গা গ্রামের নাজমা আক্তার স্বর্ণা (২৭)।
পুলিশ সূত্র জানায়, ভোরে ১১০০ পিস ইয়াবা নিয়ে পাবনার উদ্দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শায়লা ও নাজমা। গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানের খামার গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, তাদের বিরুদ্ধে মাদক পাচারের দু’টি মামলা বিচারাধীন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এফইএস/আরবি/