শনিবার (৫ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অরগানাইজেশন্সের (এফবিএইচআরও) প্রতিষ্ঠাতা সভাপতি এবং আন্তর্জাতিক মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ মো. মোশারফ হোসেন এসব কথা জানান।
তিনি বলেন, বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় জড়িত সবাইকে শিখন ও শিক্ষণ প্রক্রিয়ায় সংযুক্ত করতে ২য় বারের মতো এ বার্ষিক কনভেনশনের আয়োজন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মস্থলের পরিবেশকে আরও উন্নত ও উৎপাদনশীল করার জন্য কনভেনশনে তিনটি কী নোট উপস্থাপন করা হবে। মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ মো. মোশারফ হোসেন ‘রুট টু জেড জেনারেশন ফ্রেণ্ডলি ওয়ার্ক প্লেইস’, এর ওপর, আন্তর্জাতিক মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ অধ্যাপক অজন্তা ধর্মাশ্রী ‘প্রোডাক্টিভ ওয়ার্ক প্লেইস: গ্লোবাল পার্সপেক্টটিভ’ এর ওপর এবং টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আইমান সাদিক ‘জেন জেড: ব্রিজিং দ্যা গ্যাপ’ এর ওপর কী নোট উপস্থাপন করবেন।
এছাড়া আলোচনায় থাকবে কর্মপরিবেশ নিয়ে উদ্যোক্তাদের ভাবনা, কর্মক্ষেত্রে নারী ও এইচআরের ভূমিকা, ৪র্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি এবং মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় নিয়ে ভাবনা ইত্যাদি।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এসএমএকে/এইচএডি