ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ৩ মাস পর ঢাকায় প্রবাসীকে উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৯
নিখোঁজের ৩ মাস পর ঢাকায় প্রবাসীকে উদ্ধার

টাঙ্গাইল: টাঙ্গাইল থেকে নিখোঁজ হওয়ার তিন মাস পর আক্কাস আলী (২৮) নামে সৌদি প্রবাসী এক যুবকের খোঁজ মিললো ঢাকায়। 

শনিবার (৫ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।  

শুক্রবার (৪ অক্টোবর) রাতে ঢাকার গুলশান-২ এলাকা থেকে তাকে উদ্ধার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এর আগে, গত ২৫ জুন তিনি সৌদি থেকে দেশে ফেরেন এবং পরদিন ২৬ জুন নিখোঁজ হন।

আক্কাস একই জেলা সখীপুর উপজেলার কৈয়ামধু গ্রামের জাবেদ আলীর ছেলে।  

সম্মেলনে এসপি সঞ্জিত কুমার রায় জানান, নিখোঁজ হওয়ার দিন আক্কাস সৌদি আরব থেকে তার এক বন্ধুর মালামাল টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া গ্রামে বুঝিয়ে দিতে যান। তারপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ঘটনার দু’দিন পর তার বিয়ের তারিখ ঠিক ছিল। এ ব্যাপারে তার বাবা টাঙ্গাইল সদর থানায় প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গত ৯ জুলাই অপহরণ মামলাও করেন।  

মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে। তথ্য প্রযুক্তির কৌশল অবলম্বন করে আক্কাসের অবস্থান চিহ্নিত করে পুলিশ। পরে তাকে ঢাকার গুলশান-২ এলাকা থেকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পর তিনি পুলিশকে জানান- ২৮ জুন অনুষ্ঠেয় তার বিয়ে না করার জন্যই আত্মগোপন করেছিলেন। পরে ঢাকার একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানে চাকরি নেন।  

বিকেলে টাঙ্গাইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আক্কাসকে হাজির করা হলে আদালতের বিচারক নওরিন মাহবুবা তার জবানবন্দি লিপিবদ্ধ করেন বলেও জানান পুলিশের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।