শনিবার (৫ অক্টোবর) সকালে নবপত্রিকা প্রবেশ ও সপ্তমী বিহিত পূজা শুরু হয়। সপ্তমী বিহিত পূজা উপলক্ষে মণ্ডপে মণ্ডপে সকাল থেকেই ভিড় করেন ভক্তরা।
এখন মণ্ডপে মণ্ডপে পূজা-আর্চনার পাশাপাশি চলছে ঢাকের বাজনা, শঙ্খের শব্দ আর ধর্মীয় গান।
এদিকে, দুর্গোৎসবকে ঘিরে মণ্ডপসহ আশপাশের রাস্তাঘাট সজানো হয়েছে নবরূপে। যা দেখতেও আসছেন বহু দর্শনার্থী।
আনন্দমুখর ও শন্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে জেলা ও পুলিশ প্রশাসন পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতকরণসহ সার্বিক সহযোগিতা করছে।
এ বছর ঝালকাঠি জেলার চার উপজেলায় ১৭৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। বিভাগের ৬ জেলায় পূজামণ্ডপের সংখ্যা ১ হাজার ৬১৩টি।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এমএস/আরবি/