শনিবার (৫ অক্টোবর) বিকেলে আটকদের কারাগারে পাঠানো হয়েছে।
আটকরা হলেন- নাসরিন বেগম (৩০), ফুলবাবু (২৫) ও শহিদুল ইসলাম (৪০)।
পুলিশ জানায়, কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের পানাতিপাড়া গ্রামের শাহ আলমের বাড়িতে শুক্রবার (৪ অক্টোবর) দিনগত রাতে অভিযান চালিয়ে তার স্ত্রী নাসরিন বেগমকে ৫০ পিস ইয়াবাসহ আটক করে। পরে ওই বাড়িতেই অবস্থানরত মাদকবিক্রিতা ফুলবাবু ও শহিদুল ইসলামকে এক হাজার সাত পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
আটক ফুলবাবু উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের বিষ্ণবল্লভ গ্রামের জেয়াদুল ইসলামের ছেলে ও শহিদুল ওই ইউনিয়নের বাগচির খামার গ্রামের মোফাজ্জল হকের ছেলে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বাংলানিউজকে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দিয়ে আটকদের কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
এফইএস/আরআইএস/